ভালোমানের তেজপাতা - Bay Leaf 1kg
বহু রান্নায় তেজপাতা ব্যবহার করা হয়ে থাকে। বিশেষত, সুস্বাদু রান্নায় তেজপাতা না থাকলে কোথায় যেন একটু ফাঁক রয়ে যায়। তাই প্রায় প্রতিবাড়িতেই এই পাতা ব্যবহার হয়। তবে রান্নায় ব্যবহার হলেও এই পাতা কেউ খেয়ে দেখেন না। আসলে মানুষ বুঝতেই পারেন না যে এই পাতার রান্নায় বিশেষ গন্ধ জোগানো ছাড়াও আরও অনেক কাজ রয়েছে।
তেজপাতার উপকারিতা :
তেজপাতায় (Bay Leaf) রয়েছে ভিটামিন এ এবং সি। এছাড়া ২০১৬ সালে জেনারেল বায়োকেমিক্যাল নিউট্রিশনের তরফে জানানো হয়, টাইপ ২ ডায়াবিটিসে (Type 2 Diabetes) আক্রান্ত মানুষ তেজপাতা খেলে উপকার মেলে। এক্ষেত্রে ডায়াবিটিস থেকে কোলেস্টেরলের মতো সমস্যা দূর হয়। তবে শুধু ডায়াবিটিস নয় পাশাপাশি অনেক গুরুতর রোগ থেকে মানুষকে বাঁচাতে পারে এই পাতা।
তেজপাতা দাঁতের (Teeth) স্বাস্থ্য ভালো রাখতে পারে। পাশাপাশি মাড়ির স্বাস্থ্য (Gum Health) ফেরাতে পারে তেজপাতা। তেজপাতার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিইনফ্লেমেটরি (Anti Inflammatory) গুণ থাকায় সমস্যা দূর হয়। এমনকী দাঁতে ব্যথা (Toothache) থেকেও মুক্তি দিতে পারে তেজপাতা।
ফাঙ্গাল ইনফেকশন দূর করতে তেজপাতা কার্যকর।
নিজস্ব লোক দ্বারা বাছাইকৃত ভালোমানের তেজপাতা - Bay Leaf
- Buy Now
Manager Contact info-
01883-422386